রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতরসহ মোট ৪ জন আহত হয়েছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার দিবাগত রাত একটার পর যাত্রাবাড়ী পার্কে সেনা সদস্যরা পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

