আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ৪

স্টাফ রিপোর্টার
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ৪

রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতরসহ মোট ৪ জন আহত হয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার দিবাগত রাত একটার পর যাত্রাবাড়ী পার্কে সেনা সদস্যরা পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন