হাতিরঝিল

জীব বৈচিত্র্য সংরক্ষণের উপযোগী দ্বীপ গড়তে চান রাজউক চেয়ারম্যান

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৯: ৪৭

হাতিরঝিলে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপযোগী দ্বীপ গড়তে আরো গাছ লাগানো, পানি পরিশোধনসহ ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম তার টেকনিক্যাল টিম নিয়ে এলাকাটি পরিদর্শন করেছেন।

শনিবার তিনি এ এলাকা পরিদর্শন করেন। এ পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে রাজউকের সদস্য (উন্নয়ন), ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এন্ড এম) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-১), নির্বাহী প্রকৌশলী (সদর দপ্তর) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাতিরঝিল বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টদের সাথে পরামর্শক্রমে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়: হাতিরঝিল লেকের মাঝে দ্বীপের সংযোগ রাস্তা অপসারণ করে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপযোগী করে দ্বীপকে পড়তে তোলা এবং পানি প্রবাহের গতিপথ প্রসারিত করা; দ্বীপে আরো গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; হাতিরঝিলের পানি পরিশোধনের লক্ষ্যে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণ করা; হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাথ, ওয়াকওয়ে, সবুজায়ন, লাইটিং ও বিভিন্ন বৈদ্যুতিক ও যান্ত্রিক স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিরূপণ করার লক্ষ্যে প্রকল্পের উন্নয়নের সাথে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা; হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নীচ তলায় হাতিরঝিল কর্ণার ও লাইব্রেরি স্থাপন করা, যাতে পর্যটকগণ হাতিরঝিল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত