রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে পল্লবী থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার হয়।
পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকার ব্লক-সি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানা পুলিশ মিরপুর-১১ এলাকার ছয়তলা ভবনের পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

