আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালিবাগে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী

আমার দেশ অনলাইন

মালিবাগে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ বকশিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগের ৪৩৯/এ নম্বর বাড়ির নিচতলা থেকে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাশের থুতনি, গলা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, আর ডান হাতের কনিষ্ঠ আঙুলে কাটা দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাত থেকে সোমবার দুপুরের মধ্যে পারিবারিক কলহের জেরে স্বামী আশিক মোল্লা স্ত্রীকে হত্যা করে থাকতে পারেন।

নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। সুরভীর স্বামী আশিক মোল্লা ঢাকার কেরানীগঞ্জে একটি টেইলার্সে কাজ করতেন, সেখানে সুরভীও কাজ করতেন। তাদের ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

হৃদয় খান বলেন, ‘দুই বছর আগে আশিক সুরভীকে প্রচণ্ড মারধর করেছিল। তখন সে সংসার না করার কথা বললেও পরে আবার ফিরে আসে। এরপর থেকে আমাদের সবার সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

তিনি আরো জানান, চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় নতুন করে ভাড়া ওঠেন এবং সেদিনই তাদের ছেলে সন্তানকে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবেই তিনি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে অথবা বিষ প্রয়োগে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় লাশ রেখে পালিয়ে যান।

নিহতের পরিবার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন