জুলাই ঘোষণাপত্রের সংস্কার ও সনদের আইনি ভিত্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৪: ২১

জুলাই ঘোষণাপত্রের সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ’ নামে একটি সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে।

বিজ্ঞাপন

তাদের ৫ দফা হলো- জুলাই আহতদের ‘জাতীয় যোদ্ধা’ উপাধি ও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকতে হবে, বেকার যুব-যুবনারীদের বয়সের সীমাবদ্ধতা না রেখে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, পিলখানা ও শাপলা চত্বরের হত্যার বিচার করতে হবে এবং থ্রি জিরোর (বেকার, দারিদ্র, কারবন জিরো) বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত