আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমানের ডিজিএম আল মাসুদ খান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার

বিমানের ডিজিএম আল মাসুদ খান সাময়িক বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-আইন) আল মাসুদ খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালত অবমাননা ও গুরুতর অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বরখাস্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশে সই করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং তাকে নিয়মিত হাজিরা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশে বলা হয়, ক্যাপ্টেন আলী রুবাইয়াত চৌধুরীর দায়ের করা রিট পিটিশনের শুনানিতে আদালত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল মাসুদ খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দেননি। এতে আদালত অবমাননার পরিস্থিতি সৃষ্টি হয়।

বলা হচ্ছে, ২০২৪ সালের ২১ নভেম্বর অফিস আদেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন অফিসে জমা পড়লেও তিনি ‘দুর্নীতির আশ্রয় নিয়ে’ তা আদালতে জমা দেননি। একই সঙ্গে তথ্য গোপন করে প্রতি মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো মামলার তালিকায় এ মামলাটি অন্তর্ভুক্ত করেননি; যা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন