মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ২২

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুই জন। এ অভিযানে আরও ৫ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার দিবাগত রাতে বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এ তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই থেকে তিন মিনিট গুলি বিনিময়ের পর ৫ জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথ বাহিনীকে জানায়। পরে ওই ৫ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত