ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩: ২০

রাজধানীর ডেমরা মীরপাড়ায় রমজান পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা মিরপাড়া শিকদার পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বাসটি আটক করে। তবে ঘটনার পর চালক পালিয়ে যায়।

মৃতের স্ত্রীর বড় ভাই সোহেল বলেন, বোরহান উদ্দিন একটি বরফ ও ককশিট ফ্যাক্টরির পিকআপ চালক ছিলেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে মীরপাড়া সিকদার পাম্পের সামনে রাস্তায় দ্রুতগতির রমজান পরিবহনের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। মোটরসাইকেলে তার সাথে আরেকজন ছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের নাম জানা যায়নি। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. সোহেল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত বোরহান উদ্দিন ডেমরার শুকনা ট্যাংরার বাসিন্দা শফর উদ্দিনের ছেলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত