থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ এক নারী আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর ১৩ বছরের ছেলে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমরা সেতুতে গাউছিয়া পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (৩৮) এবং আরোহী সাবিহা চৌধুরী (৪৫)। আহত সাবিহার ছেলে সিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলার কামালনগর গ্রামে। স্বামী আলমগীরের সঙ্গে তিনি মতিঝিল এজীবী কলোনিতে বসবাস করতেন।
নিহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম সাবিহার অফিস সহকর্মী ছিলেন। তিনি জামালপুর জেলার শরিষা বাড়ি থানার দোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া ও সিএনজি চালক মনির হোসেন বলেন, ডেমরা সেতুতে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মৃত্যুবরণ করে। আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়।
সাবিহার সহকর্মী রাশিদা খাতুন জানান, জমি দেখার উদ্দেশ্যে সাবিহা ও তার ছেলে জাহাঙ্গীরের মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ এক নারী আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর ১৩ বছরের ছেলে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমরা সেতুতে গাউছিয়া পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (৩৮) এবং আরোহী সাবিহা চৌধুরী (৪৫)। আহত সাবিহার ছেলে সিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলার কামালনগর গ্রামে। স্বামী আলমগীরের সঙ্গে তিনি মতিঝিল এজীবী কলোনিতে বসবাস করতেন।
নিহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম সাবিহার অফিস সহকর্মী ছিলেন। তিনি জামালপুর জেলার শরিষা বাড়ি থানার দোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া ও সিএনজি চালক মনির হোসেন বলেন, ডেমরা সেতুতে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মৃত্যুবরণ করে। আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়।
সাবিহার সহকর্মী রাশিদা খাতুন জানান, জমি দেখার উদ্দেশ্যে সাবিহা ও তার ছেলে জাহাঙ্গীরের মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৮ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১০ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
১২ ঘণ্টা আগে