ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১: ৫৫
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কাজল খাতুন (১৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি। নিহত শিক্ষার্থী ডেমরা কোনাপাড়া এলাকার মান্নান হাইস্কুলের নবম শ্রেণিতে পড়তেন।

বিজ্ঞাপন

ওই ছাত্রীর মামা সুমন পাটোয়ারী জানান, তার ভাগ্নি কাজল, বাবা-মায়ের সাথে কোনাপাড়া এলাকার একটি ভবনের চার তলায় ভাড়া বাসায় থাকতেন। ভবনটির ছাদ বর্ধিত করার জন্য নির্মাণ কাজও চলছিল। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় তার ভাগ্নিকাজল ছয়তলার ছাদে গিয়েছিলেন। তার মায়েরও ছাদে একই সঙ্গে যাওয়ার কথা ছিল। কাজল আগে চলে যায়। তার মা ও ছাদে পৌঁছানোর আগেই অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন কাজল।

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল; পরে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ছাত্রীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত শিক্ষার্থী বরিশাল জেলার বোরহানউদ্দিন থানার চরলতি গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত