হাতিরঝিলের বাসা-বাড়িতে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৯: ৪৫
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯: ৪৫

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে রাজউক চেয়ারম্যান আশেপাশের বাসা বাড়ির অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ দিয়েছেন।

সোমবার সকালে হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজউক চেয়ারম্যানের নিয়মিত সরেজমিনে তদারকির অংশ হিসেবেই এই পরিদর্শন।

বিজ্ঞাপন

এসময় তিনি বাউন্ডারি ওয়ালের সাথে কিছু অবৈধ ও অননুমোদিত পকেট গেট অবলোকন করেন যেগুলো ব্যবহার করে আশেপাশের এলাকাবাসী ময়লা আবর্জনা হাতিরঝিলে এনে ফেলছে। তিনি অনতিবিলম্বে এসকল পকেট গেট বন্ধ করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কর্তব্যরত আনসার সদস্যদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন যেন অত্র এলাকায় এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত তা অপসারণের নির্দেশ দেন। এছাড়াও পরিদর্শনকালে ভেঙে পড়া বা ফাটল ধরা বাউন্ডারি ওয়াল মেরামতের জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, ‘হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন স্থানকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের গুরুত্ব অপরিসীম। আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়েই রাজধানীকে সকলের কাছে সুন্দর রূপে উপস্থাপন করতে পারবেন।’

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী দের সাথে কথা বলেন এবং দায়িত্ব নিয়ে কাজ করার জন্য তাদের নির্দেশ প্রদান করেন।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত