আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

আতিকুর রহমান নগরী

মাইলস্টোনের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন তাসনিয়া নামের আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার কাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই সকালে সে মারা গেছে।

চিকিৎসকরা জানান, এখন পর্যন্ত এই ঘটনায় আরও ২২ জন রোগী ভর্তি রয়েছেন। মৃত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণিতর পড়ত সে।

উল্লেখ্য, বার্ন ইনস্টিটিউটে এনিয়ে মোট ২০ জনের মৃত্যু হলো। হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন