আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় নারীর মৃত্যু

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হুসাইন জানান, সকাল ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত নারী ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি রাস্তা দিয়ে চলার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাকায় পিষ্ট হন।

এসআই ইকবাল আরো জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরনে ছাপা শাড়ি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন