আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা দক্ষিণ জামায়াতের প্রথম ইফতার এতিম শিশুদের সঙ্গে

স্টাফ রিপোর্টার
ঢাকা দক্ষিণ জামায়াতের প্রথম ইফতার এতিম শিশুদের সঙ্গে

রোববার পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ইফতারপূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে যাতে করে এই কোমলমতি শিশুরা পিতামাতার শূন্যতা উপলব্ধি করতে না পারে। যারা এই এতিম শিশুদের লালনপালন করছে শুধু তাদের নয় রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এই শিশুদের পাশে থাকা। মহানবী (সা.) এতিমদের প্রতি সদয় হতে বলেছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন