রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২টি বিদেশী পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
ডিএমপি জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় একটি মোটর সাইকেলে বসে থাকা দুইজন লোক পুলিশের টহল দলকে দেখে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ আসামিদের আদালতে হাজির করা হবে।’

