আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনদুর্ভোগ

টানা ৬ষ্ঠ দিনের মতো মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত বলে থাকবে বলে জানান আন্দোলনকারীদের অন্যতম মুখপত্র আলি আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১ টাযর দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের উভয় পাশে বাঁশ ফেলে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে গুলশান মুখী এই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

titumir-9

দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সরকারের উদ্দেশ্যে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক এবং রেলপথ অবরোধে আমাদের বাধ্য করবেন না।

সরেজমিন দেখা যাচ্ছে, রাস্তা বন্ধ থাকার কারণে জনসাধারণের তীব্র ভোগান্তি হচ্ছে। বিশেষ করে নারী শিশু বৃদ্ধদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বনানী থানার ওসি রাসেল সারওয়ার জানান, বেলা ১১ টার পর থেকে তিতুমীর কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...