ডেমরায় অসহায়দের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০০: ৪৫
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০০: ৪৯

রাজধানীর ডেমরায় ভলান্টিয়ার্সের তত্ত্বাবধানে বিএইচএস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায়দের মধ্যে রিকশা ভ্যান, সেলাই মেশিন, হুইল চেয়ার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দু’টি রিকশা ভ্যান, ৫টি সেলাই মেশিন ও ১টি হুইল চেয়ার তাদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আরও ১ হাজার ৩০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, সেক্রেটারি মো. মনিরুজ্জামান, ফয়সাল আহমেদ, সামসুন্নাহার মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কমরেড ইলিয়াস আহমেদ, হাসির প্রদীপ, আল মোস্তফা ও ফজলুর রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত