আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে: চেয়ারম্যান

আমার দেশ অনলাইন

১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে: চেয়ারম্যান
ছবি: আমার দেশ।

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে এমন আশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। সোমবার দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে অচল হয়ে আছে রাজউকের সার্ভার। মাঝে কিছুদিন ঠিক হলেও পরে আবার সমস্যা দেখা দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন