মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার ড. সায়েদা আক্তার , প্রক্টর আব্দুল মতিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম .এ মোতালিব চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ছাত্র কল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষিক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

