গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুরে গ্যারেজসহ ১ হাজার ৩২৮ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে যে, তিনি মালয়েশিয়ায় কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। অভিযোগে আরও উল্লেখ আছে, তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মধ্যে শ্যামলীতে একটি অ্যাপার্টমেন্ট থাকার সত্যতা পাওয়া গেছে। তিনি ২০২২ সালের ৫ আগস্ট তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন।
গণপূর্ত অধিদপ্তরে তার চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। পরে তিনি তাকে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে তা প্রক্রিয়াধীন অবস্থায়ই দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন। এ ছড়া তার স্বামী গণপূর্ত সার্কেল-৩ এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। সে কারণে তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি চলে যাওয়ার আগে এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ফ্ল্যাট ক্রোক করা আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

