প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : কোর্ট রিপোর্টার্স ইউনিটির শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৭: ৩৮
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭: ৫০

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার আদালত বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার সংগঠনের সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু।

বিজ্ঞাপন

এ দুর্ঘটনা কেবল জীবন থামিয়ে দেয়নি, বরং গোটা জাতিকে নাড়া দিয়েছে। এমন মৃত্যু কারোরই কাম্য নয়। এটা আমাদেরর জন্য অপূরণীয় ক্ষতি।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। আল্লাহ যেন তাদের শোক সইবার শক্তি দেন।

পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত