অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।
জানা গেছে, রোববার সকালে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শনিবার রাতে এটি অ্যাটর্নি জেনারেলের অফিসে জমা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

