আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমবার আদালতে আত্নসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

স্টাফ রিপোর্টার

সোমবার আদালতে আত্নসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

ব্যবসায়ী নাছিরকে মারধর ও ভাঙচুরের মামলায় ২৭ জানুয়ারি (সোমবার) আদালতে আত্নসমর্পণ করে জামিন চাইবেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

রোববার রাতে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ থাকা আজ আদালতে যেতে পারেনি পরীমনি। সে কারণে সোমবার সকাল সাড়ে ১০টায় আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।

বিজ্ঞাপন

আইনজীবী সুরভী আরও বলেন, পরীমনি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সোমবার তার জামিনের আবেদনও করা হবে। আমরা অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালতে জামিনের শুনানি করবো। আশা করছি আদালতে ন্যায় বিচার পাবো।

এর আগে রোববার দুপুরে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত। এদিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন বিচারক। এ মামলায় দোষী সাব্যস্ত হলে পরীমনির তিন বছরের কারাদণ্ড হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...