সালমান এফ রহমান আরো চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১: ২৫
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩: ৫৩

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়া সবজি বিক্রেতা মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বিচারক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন তাদের আদালতে হাজির করে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। আমরা জামিনের বিরোধিতা করি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট অংশ নেন তিনি। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং তিনশ থেকে চারশ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত