আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের শূন্য পদ পূরণে বাছাই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক গেজেটে এ আদেশ জারি করা হয়েছে। বাছাই ছয় সদস্যের বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ হুদা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্জ অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ একজন সাংবাদিক এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা প্রমুখ।

বিজ্ঞাপন

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ অফিস আদেশ জারি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন