বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০: ২২
ছবি: সংগৃহীত

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন ও গ্রহণ করে ২০১৮ সালের আপিল বিভাগের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে যে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ, সেই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। 

প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রোববার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আজকের আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে, তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত