জ্ঞাত বহির্ভূত আয়
স্টাফ রিপোর্টার
১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ততার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, ছিদ্দিকুর রহমান সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাসদরসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, দুদকের আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক জানায়, মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান নিজ নামীয় ৩৮ ব্যাংক হিসাবে মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ লাখ ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ ২৬ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৬শ ৭৪ টাকাসহ সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি যে আয় করেছেন সেই আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দুদক জানিয়েছে, ‘দুর্নীতি ও ঘুষ’নিয়ে তিনি ওই আয় করেছেন। এছাড়াও তিনি অর্থ বা সম্পত্তির আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা চালিয়েছেন। যেটি মানিলন্ডারিংয়ের মধ্যে পড়ে। দুদক জানায়, দীর্ঘদিন অনুসন্ধান করার পর তার নামে মামলা করা হয়েছে।
১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ততার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, ছিদ্দিকুর রহমান সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাসদরসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, দুদকের আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক জানায়, মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান নিজ নামীয় ৩৮ ব্যাংক হিসাবে মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ লাখ ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ ২৬ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৬শ ৭৪ টাকাসহ সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি যে আয় করেছেন সেই আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দুদক জানিয়েছে, ‘দুর্নীতি ও ঘুষ’নিয়ে তিনি ওই আয় করেছেন। এছাড়াও তিনি অর্থ বা সম্পত্তির আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা চালিয়েছেন। যেটি মানিলন্ডারিংয়ের মধ্যে পড়ে। দুদক জানায়, দীর্ঘদিন অনুসন্ধান করার পর তার নামে মামলা করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪১ মিনিট আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
২ ঘণ্টা আগেসরকার উৎখাতের ষড়যন্ত্রে মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২ ঘণ্টা আগেদীর্ঘ বছর গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি।
৩ ঘণ্টা আগে