স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টার আলাদা চার মামলায় সিএমএম আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন কারাগরে থাকা আ. লীগের মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের এ ভার্চুয়াল হাজিরা নেন। এদিন সিএমএম কোর্টের ভার্চুয়াল আদালত পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। পরে আদালতের ভার্চুয়াল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন উর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন রাজধানীর মিরপুর, হাতিরঝিল, পল্টন ও যাত্রাবাড়ির পৃথক চার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর হাজিরার দিন ধার্য করেন।
এসব আসামিদের পক্ষে হাজিরা দেন তাদের আইনজীবীরা। শুনানি শুরু হলে কারাগারে থেকে একে একে ভার্চুয়ালি হাজিরা দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনুম ও কামাল হোসেন মজুমদারসহ ৯ জন।
তিনি আরো বলেন, রাজনৈতিক এসব আসামির হাজিরার দিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ ক্রমে ডিজিটাল হাজিরার উদ্যোগ নেয় আদালত। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ আসামিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান।
তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টার আলাদা চার মামলায় সিএমএম আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন কারাগরে থাকা আ. লীগের মন্ত্রী-এমপিসহ ৯ নেতাকর্মী।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের এ ভার্চুয়াল হাজিরা নেন। এদিন সিএমএম কোর্টের ভার্চুয়াল আদালত পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। পরে আদালতের ভার্চুয়াল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন উর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন রাজধানীর মিরপুর, হাতিরঝিল, পল্টন ও যাত্রাবাড়ির পৃথক চার মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর হাজিরার দিন ধার্য করেন।
এসব আসামিদের পক্ষে হাজিরা দেন তাদের আইনজীবীরা। শুনানি শুরু হলে কারাগারে থেকে একে একে ভার্চুয়ালি হাজিরা দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনুম ও কামাল হোসেন মজুমদারসহ ৯ জন।
তিনি আরো বলেন, রাজনৈতিক এসব আসামির হাজিরার দিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশ ক্রমে ডিজিটাল হাজিরার উদ্যোগ নেয় আদালত। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ আসামিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান।
তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২৯ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৩৭ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে