আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিভিন্ন দেশে ৬শ বাড়ি-ফ্ল্যাটের সন্ধান

স্টাফ রিপোর্টার
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিভিন্ন দেশে ৬শ বাড়ি-ফ্ল্যাটের সন্ধান

পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে থাকা ৩৪৩টি বাড়ির বাজার মূল্য ১ হাজার ২৫ কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি জানান, পটপরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক। সম্প্রতি যুক্তরাজ্যের যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এসব সম্পদ জব্দ করে। পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাভেদের ভাই রনি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দুই সন্তান। তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন। বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপ মৎস্য খামার, ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদসহ দুর্নীতির প্রমাণ পেয়েছে তারা।

তিনি আরো জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

পাচারকারীদের সমঝোতা করে অর্থ ফেরানোর কোন সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দুদক চেয়ারম্যান।

তিনি আরো জানান, বসুন্ধরা গ্রুপের দুই ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। এদিকে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসাবে না, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে একাধিক দুর্নীতির প্রমাণ পেয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন