ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৮: ২৯

দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক এবং তার স্ত্রী নূছরাত জাহান মুক্তা সহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, ক্যান্টনমেন্ট থানার যুবলীগ নেতা আব্বাস উদ্দীন, তার স্ত্রী মোসা. নুরুন নাহার এবং নাজিম উদ্দিন ভূঁইয়া।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত নিষেধাজ্ঞার এসব আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হামিদুল হক এবং নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক। অপরদিকে যুবলীগ নেতাসহ তিন জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে কমিশনের পক্ষে সহকারী পরিচালক রাকিবুল হায়াত। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী, ক্যান্টনমেন্ট থানার যুবলীগ নেতা আব্বাস উদ্দীন ও তার স্ত্রী মোসা. নূছরাত জাহান মুক্তা এবং আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানতে পেরেছেন অনুসন্ধানকারী দল। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত