আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক এমপি মোহাম্মদ আলীর হোটেল ও মার্কেট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

সাবেক এমপি মোহাম্মদ আলীর হোটেল ও মার্কেট জব্দের আদেশ

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে থাকা দুটি হোটেল ও জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে একটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন, তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ নামের দুটি হোটেল জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত হায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় করছেন। গোপন সূত্রে এমন তথ্য পেয়েছে দুদক। এ জন্য মানিলন্ডারিং আইনের ধারায় তাদের এ স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা আবশ্যক, শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন