ট্রাইবুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য দুপুর ২টায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ০১
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ২৩
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি ট্রাইব্যুনাল-১ এ জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং প্রত্যক্ষ্যদশী হিসেবে সাক্ষ্য দেবেন।

বিজ্ঞাপন

এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম (ফাহিম)। এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, চানখাঁরপুলের ছয় হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জবানবন্দির ওপর নির্ভর করবে কাল জেরা হবে কি না। ইতিমধ্যে উপদেষ্টা আসিফ তার লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়েছেন। 

এই মামলায় মোট আটজন আসামি। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছেন।  

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়, ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত