ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৭: ৫০

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৬০ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। জব্দকৃত এ সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা উল্লেখ করেছে দুদক।

বিজ্ঞাপন

রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল ভূমিমন্ত্রী ও তার পরিবারের নামে থাকা পায় ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ সহ ৯৫৭ বিঘা জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় ২৯টি দলিলে ৯৫৭ বিঘা জমি পাওয়া গেছে। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা। সাইফুজ্জামান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মালিকানাধীন এসব স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া অস্থাবর সম্পত্তি শেয়ারসমূহ হস্তান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা যায়। অনুসন্ধানের স্বার্থে ভূমিমন্ত্রী ও তার মালিকানাধিন এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড, দুদক ও সিআইডি সমন্বয়ে ৭ সদস্যের একটি টাস্কফোর্স টিম গঠন করে দুর্নীতির তদন্ত করা হচ্ছে। এর আগে দুদক থেকে ৩৯টি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা অবরুদ্ধ করা হয়। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি। এছাড়া গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত