আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাইয়ের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি

আমার দেশ অনলাইন
জুলাইয়ের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি

জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলা ও সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে ‍চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার সকালে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে এক জন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন