নিম্ন আদালতের সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে: বিচারপতি আকরাম হোসেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৭

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেছেন, ঢাকার আদালতের সংকট নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। এখন শুধু আপনাদের (আইনজীবী) সহযোগিতা দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত মত বিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুরানো রেকর্ড ভবনের জায়গায় বিশ তলা ভবন করার জন্য চেষ্টা চলছে। প্রধান বিচারপতিকে এ বিষয়ে জানানো হয়েছে, এখানকার আইনজীবী ও বিচারকেরা ঠিকভাবে লজিস্টিক সাপোর্ট পাচ্ছে না। জায়গা সংকুলানের কারণে বিচার ঠিকভাবে করা যাচ্ছে না। তারপরও বিচারকেরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আইনজীবীদের উদ্দেশ্যে করে বলেন, আদালতের যেকোন অর্ডার পক্ষে বিপক্ষে যেতে পারে। তবে এটার জন্য উপরস্থ আদালত রয়েছে, সেখানে যাবেন। যদি যেখানেও না হয়, তাহলে হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু একটা অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে বিচার বিভাগ নিয়ে সমালোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুণ্ন হওয়া৷ আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ। আইনজীবী ছাড়া বিচার কাজ চলতে পারবে না।

সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভুইয়া উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত