আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যা মামলায় হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
হত্যা মামলায় হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানার জাহাঙ্গীর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন শেখ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তা মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর অংশগ্রহণ করেন। এই আন্দোলনকে দমাতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এতে ভিকটিম জাহাঙ্গীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

নির্বাচনি উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

বিনামূল্যে পাঠ্যবই গ্রহণে শিক্ষা কর্মকর্তাদের পাঁচ নির্দেশনা

হাওরের বৈচিত্র্য রক্ষা করে যোগাযোগে উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন