সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে

বিচারপতি আখতারুজ্জামানের চূড়ান্ত শুনানি ২৬ আগস্ট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ২৭

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে গত ২৩ মার্চ রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দেন। পরে গত ২৫ জুন বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তলব করা হয়। গত ১ জুলাই বিচারপতি আখতারুজ্জামান কাউন্সিলের সামনে হাজির হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে ব্যাখ্যা দেন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন।

এর আগে এর মধ্যে ২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি তাদের বেঞ্চ থেকে বিরত রাখেন । তাদের মধ্যে একজন (বিচারপতি শাহেদ নূরউদ্দিন) চলতি বছরের ৩০ জানুয়ারি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন।

২০২৪ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রিভিউ আবেদন নিষ্পত্তি হলে সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়। অতঃপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যক্রম শুরু করে। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত