প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের পাসপোর্ট ফেরতের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। একই সাথে মেঘনা আলমের মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এসবের ফরেনসিক প্রদিবেদন করার আদেশ দেন আদালত।
গত ২৯ জুলাই পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আদালতে আবেদন করেন মেঘনা আলমের আইনজীবী মহসিন রেজা পলাশ। এদিন আসামির মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন নি। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মেঘনা আলমের জব্দকৃত আলামত ফেরত দেওয়া দিন ধার্য ছিল। শুনানি শেষে আগামী ১১ নভেম্বরের মধ্যে ফরেনসিক প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিলের আদেশ দেওয়া হয়েছে। মেঘনা আলমের জব্দকৃত জিনিসের মধ্যে রয়েছে পাসপোর্ট, আইফোন-১৬ প্রো, ম্যাগবুক, অপো মোবাইল ফোন ও ল্যাপটপ।
গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনা কারাগারে পাঠানো হয়। পরে তার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছিল। গত ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গত ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেঘনা আলম, দেওয়ার সমিরসহ আরও দু-তিনজনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ়্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে। পরে সুকৌশলে তাদের সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিল চক্রটি।

