৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, অভিযুক্তরা ভুয়া সিভিল ওয়ার্কস কন্টাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। পরবর্তীতে ঋণের অর্থ নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি ঋণ অনাদায়ী থাকায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জ বাবদ আরও ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আর্থিক ক্ষতি হয়। ফলে সর্বমোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা। এ ঘটনায় দুদকের উপপরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া চুক্তি ও নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাৎ করেন।
মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন - ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ ও পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সাবেক পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ঠিকাদারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন পর্যবেক্ষক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

