আদালতে আইনজীবী সালাহ উদ্দিন
স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করলেন আইনজীবী সালাহ উদ্দিন আইনজীবী।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানিকালে আইনজীবী সালাহ উদ্দিন দোলন বিচার বিভাগের নিকট এ ক্ষতিপূরণ চান।
এ সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিলো তা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী এবং সাধারণ নাগরিক হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে অবিচার করা হয়েছে। এজন্য অভিযুক্তদের প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক।
আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট করেছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না।’
আইনজীবী সালাহ উদ্দিন বলেন, আমি সর্বোচ্চ আদালতকে বলেছি ওনাকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছিল, মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোনো টাকাই আত্মসাত করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ হলেও দেয়া উচিত। তিনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই খালেদা জিয়ার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করলেন আইনজীবী সালাহ উদ্দিন আইনজীবী।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানিকালে আইনজীবী সালাহ উদ্দিন দোলন বিচার বিভাগের নিকট এ ক্ষতিপূরণ চান।
এ সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিলো তা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী এবং সাধারণ নাগরিক হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে অবিচার করা হয়েছে। এজন্য অভিযুক্তদের প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক।
আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট করেছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না।’
আইনজীবী সালাহ উদ্দিন বলেন, আমি সর্বোচ্চ আদালতকে বলেছি ওনাকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছিল, মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোনো টাকাই আত্মসাত করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ হলেও দেয়া উচিত। তিনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই খালেদা জিয়ার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২৮ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৩৭ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে