প্রতারণার মামলায় বিমানের ফ্লাইট স্টুয়ার্ড গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ১২

নারী সহকর্মীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তাররি পরোয়ানাভূক্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড জিসান আহমেদ ছাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ সদস্যরা। র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে ছাকিনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, একটি মামলার ওয়ারেন্টভভুক্ত আসামী জিসান আহমেদ ছাকিনকে র‌্যাব গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে। জানা গেছে, গ্রেপ্তার ছাকিন এরআগেও ওই ‘নারী সহকর্মীর সঙ্গে ছলচাতুরির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন’, ‘গোপনে ব্যক্তিগত সম্পর্কের ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি’, ‘চাকরি দেওয়ার প্রলোভনে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক’, ‘অতিরিক্ত মদপান করে ফ্লাইটে মাতাল হয়ে যাত্রীর গায়ে খাবার ফেলে দেওয়াসহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

একদিকে আদালতে মামলার কার্যক্রম, অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের তদন্ত চলমান রয়েছে ছাকিনের বিরুদ্ধে। এত সব অভিযোগ ও তদন্ত থাকা সত্ত্বেও তিনি এখনও চাকরিতে বহাল রয়েছেন, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, ছাকিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ের কথা চলছিল। একপর্যায়ে পরিবারের সম্মতিতে তার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়। এরপর ছাকিন ঘুরতে যাওয়ার কথা বলে জোরপূর্বক এক আত্মীয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর সেই ভিডিও ধারণ করে স্ত্রীনশর্ট বিভিন্ন সামাজিক যোগোযোগ মাধ্যম এবং আত্মীয় বন্ধুবান্ধব ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এমনকি ওই নারীর ইমেইল ও ইনস্ট্রাগ্রাম হ্যাক করে ছাকিন তার মোবাইলে নিয়ে ওইসহ ছবি ও ভিডিও পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হলে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের মাধ্যমে সমস্ত ভিডিও ও স্ক্রিনশট সরিয়ে ফেলার কথা বলে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া হয়ে উঠে ছাকিন।

এরপর এক কাজীর সহযোগীতায় ভুয়া কাবিননামা তৈরি করে স্ত্রী দাবি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ছাকিন ও কাজীসহ অন্যন্যদেও বিরুদ্ধে মামলা করলে আদালত ওই মামলায় আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওই মামলায় মঙ্গলবার র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত