হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাদেক এগ্রোর ইমরানকে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৪

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে নিহত অটোরিকশা চালক রনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন, ইমরানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম। এরপর তাকে রনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি। আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য-বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত ৩ মার্চ সাদেক এগ্রোর ইমরানকে গ্রেপ্তার করে সিআইডি। ওইদিন মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করে সিআইডি। পরদিন তাকে কারাগারে পাঠানো আদেশ দেন আদলত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত