অবৈধ সম্পদ অর্জন, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১: ৪১

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, মাহি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মাহী বদরুদ্দোজা চৌধুরী দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। তিনি ২০ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ-দখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়, ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের প্রকৃতি গোপন বা ছদ্মাবৃত্ত করার অসৎ উদ্দেশ্যে ৬৮ একর জমির মূল্য ৯ কোটি ৬৮ লাখ টাকার বায়না অর্থ পরিশোধ করে ও নিজ নামে বায়না দলিল সম্পাদন করে পরবর্তীতে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয় করে অর্থ স্থানান্তর, রুপান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

উল্লেখ্য, মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। ২০০১ সালে বিএনপির শাসনামলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০২ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর শূন্য মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত