ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপি সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৬

ফ্যাসিস্ট সরকারে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সাথে বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো.শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতার এবং রাজধানীর রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছা'র দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ জারি করেন। এদিন দুদকের পক্ষে উপপরিচালক মেফতাহুল জান্নাত তাদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি বলেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতার এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে করে দুদক।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাটা দেশ ত্যাগ করলে অনুসন্ধানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এসব কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করলে মঞ্জুর করেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত