আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

আমার দেশ অনলাইন
হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকসহ মোট পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে বিকেলে শেষ হয় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ।

বিজ্ঞাপন

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলাও সাক্ষ্য দিয়েছেন।

এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও রাজস্বাক্ষী হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ হয়।

এই মামলায় গত সাতদিনে নিহতদের পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। আজকে যারা সাক্ষী দিয়েছেন তাদেরসহ এখন পর্যন্ত মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ মামলায় মোট সাক্ষী ৮১ জন।

সাক্ষীদের সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন