একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

১১ বছর পর আ.লীগ নেতার আপিল শুনানি শুরু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০: ১৪
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০: ৪৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। কিন্তু তার শুনানি হয়নি ok ১১ বছরেও। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তখন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত