আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জমি দখল-অর্থ আত্মসাতের অভিযোগ

সাবেক এমপি ইলিয়াস মোল্লাসহ ৪ জনের নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

সাবেক এমপি ইলিয়াস মোল্লাসহ ৪ জনের নামে দুদকের মামলা

জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদফতরের কয়েকজন সাবেক প্রকৌশলীর যোগসাজশে মিরপুরের পল্লবীর ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমি অবৈধভাবে দখলে রাখেন ইলিয়াস মোল্লা। এখান থেকে তিনি দীর্ঘদিন ভাড়া তুলে বিপুল অর্থ আত্মসাৎ করেন। ১৬ বছরে ভাড়া বাবদ ৩৭ কোটি ৪৪ লাখ টাকা তোলেন সাবেক এমপি।

তিনি আরো জানান, মামলার অন্য আসামিরা হলেন-জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. হারিজুর রহমান।

তিনি আরো জানান, ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগ পর্যায়ক্রমে অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান মামলাটি তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ। তাকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করেন গৃহায়নের কর্মকর্তারা। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর ইলিয়াসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর গাঢাকা দেন ইলিয়াস মোল্লা। তার নামে মিরপুর, পল্লবী ও রুপনগর থানায় জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এছাড়াও বিহারি পল্লিতে জমি দখলের অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন