ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৫: ১২

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তার এনআইডি ব্লক করতে বলা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সামছুর রহমানের বিরুদ্ধে । অভিযোগ ও গোপন অনুসন্ধানে দুদক জেনেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

এতে আরো বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা সামছুর তার ‘অবৈধ সম্পদ’ হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগমন ঠেকানো দরকার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিশ্ববিদ্যালয়গুলোকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসির

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরসহ ৭ জনের নামে দুদকের মামলা

ফ্যাসিবাদী দিনলিপি নিয়ে ঢাবিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

৮ দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ নাসীরুদ্দীনের

গণভোট-সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা নেই

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত