লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে করতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫৭

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সেদিন লগি-বৈঠা দিয়ে যে নিষ্ঠুর, বর্বর, ইতিহাসের নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, জাতি তার বিচার চেয়েও পায়নি। লগি-বৈঠার খুনের নির্দেশ-দাতা শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার বলেন, ৩০-৪০ বছর আগের মিথ্যা মামলার বিচারে যদি ফাঁসি হতে পারে, তাহলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারও করতে হবে। মেনন-ইনু হাসিনাদের বিচারের জন্য মামলা পুনরুজ্জীবিত করতে হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালে এই বিচারের দায়িত্ব দিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালে যেমন তারা লাশের ওপর নৃত্য করেছে, তেমনি জুলাই অভ্যুত্থানের সময়ও লাশ পুড়িয়েছে। এই খুনিদের রাজনীতি চিরতরে কবর দিতে হবে।

তিনি বলেন, গত ১৯ বছরে বাংলাদেশের রাজনীতি গতি হারিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণদের রক্তের বিনিময়ে সেই অবস্থা থেকে ফিরে এসেছে। তাদের সেই রক্তের প্রতি সম্মান জানাতে জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, আমরা শুনছি, কেউ কেউ একই দিনে গণভোটের পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য হলো-জুলাই সনদকে অকার্যকর করা। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে নভেম্বরেই গণভোট দিন। তার আগে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তাহলে ফ্যাসিবাদের রাজনীতি চিরতরে বিদায় নেবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের দিন। ছাত্রশিবির এদিনকে পল্টন ট্রাজেটি দিবস হিসেবে পালন করে।

তিনি বলেন, অবিলম্বে সেই হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করা হোক। শেখ হাসিনা সহ দেশে-বিদেশে যারা আছে তাদের আটক করে বিচার করা হোক। তিনি বলেন, শেখ হাসিনা এত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে, তাকে একশবার নয়, দুই হাজার বার ফাঁসি দিলেও শাস্তি শেষ হবে না।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত