আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৪ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি

১৪ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

১৪ দল এবং তার অন্যতম শরীক জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় নির্বাচন কমিশনসহ সরকারের সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান এ নোটিশ পাঠান। 

নোটিশে বলা হয়, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা একা চালায়নি। তার অন্যতম প্রধান শরীক ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নোটিশে বলা হয়, আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরীকরা হলো-জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর),সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র। তাই সেসব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আরো বলা হয়,আওয়ামী ফ্যাসিস্টের শাসনের সহযোগী ছিল ১৪ দল। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন